Posts

Showing posts from January, 2017

মোবাইল হ্যাং হওয়ার কারন ও সমাধান টিপ্স

Image
    মোবাইল হ্যাং হওয়ার কারন ও সমাধান টিপ্স  বর্তমানে অ্যান্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের জনপ্রিয়তা তুঙ্গে। কিন্তু মাঝে মাঝে এই প্রিয় অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করতে গিয়ে আমরা কিছু সমস্যায় ভুগি। সেই সব প্রাধান সমস্যার গুলির মধ্যে একটি হল মোবাইল হ্যাং হয়ে যাওয়া । কিছু পদ্ধতি আনুসরন করলে আমরা এর থেকে মুক্তি পেতে পারি। তার আগে চলুন জেনে নিই আমাদের মোবাইল কেন হ্যাং হয়। মোবাইল হ্যাং হওয়ার কারনঃ ১. অ্যান্ড্রয়েড মোবাইল হ্যাং হয়ে যাওয়ার প্রাধান কারন দেখা গেছে এর মোবাইল স্পেস। অর্থাৎ আপনি যখন একই সময়ে অনেক গুলি আপ্লিকেশন ব্যবহার করেন তখন প্রয়োজনের তুলনায় মেমরি (RAM) কম হলে মোবাইল হ্যাং হতে পারে। ২. যদি আমরা মেমোরি কার্ড (Memory card /External Memory) এর পরিবর্তে ফোন মেমরিতে (Internal Memory/ROM) যথেচ্ছ পরিমানে অ্যাপ্লিকেশন ইনষ্টল (Install) করি তবে রোম (ROM) এর ঘাটতির কারনে ফোন হ্যাং হতে পারে। ৩. যদি cookies, caches, log files. না পরিষ্কার করা হয়। তবে এগুলি মেমরি জ্যাম করে মোবাইল হ্যাং হওয়ার ক।রন হয়ে দাড়ায়। ৪. মোবাইল এর মেমরির তুলনায় ভারি অ্যাপলিকেশন, গেম চালালে মোবাইল হ...

অ্যান্ড্রয়েড এর যে কোনো lock apps কে খুলে ফেলুন ১ মিনিটে

Image
অ্যান্ড্রয়েড এর যে কোনো lock apps কে খুলে ফেলুন ১ মিনিটে আপনারা মোবাইল ফোন সকল apps lock hack করতে পারবেন একটি App ব্যবহার করেই। বিশেষ করে যারা নতুন mechanical man ব্যবহারকারী তাদের জন্য তো অবশ্যই দরকার আমাদের androied ফোনে file lock করার জন্য যে সকল apps ব্যেবহার করি আমি অনেক গুলোতে চেস্টা করে দেখেছি প্রায় সব গুলোতেই হয়।আমার অনেক কাজে এসেছে আপনাদের কার কতটুকু কাজে লাগবে আমি জানি না কাজে আসলে জানাবেন কিন্তু। আপনাকে যা করতে হবে- মনে করেন আপনি File Manazer lock করেছেন অথবা আপনার যেটা খুশি সেটাই করবেন- # Satting এ যান  # Application  Manager এ যান. Es app lcker (আমি এটা দিয়ে দেখিয়েছি আপনি যে apps এর posward খুলবেন সেটা select করুন # Force Stop এ যান # ok দিন বেশ কাজ শেষ এখন আপনি যদি file manazer এ ঢুকে দেখুন আর pasward চাইবে না।

এবার মোবাইল চার্জ হবে বাতাসের শক্তিতে!

Image
এবার মোবাইল চার্জ হবে বাতাসের শক্তিতে! মোবাইল বর্তমান সময়ে জীবনযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত হয়েছে। মোবাইল ছাড়া বেশীর ভাগ মানুষতো ঘর থেকে বের হতেই চান না। শুধুই কি যোগাযোগের জন্য প্রয়োজন? ছবি তোলা, গান শোনা, ভিডিও করা, ইন্টারনেট ব্যবহার করা, বই পড়া ইত্যাদি নানা বৈচিত্র্যময় কাজের জন্য দিনকে দিন মোবাইলের প্রয়োজনীয়তা বেড়েই চলছে। শুধু একটাই সমস্যা, বহনযোগ্য এই ইলেকট্রিক ডিভাইসটি ব্যাটারিতে চলে, এবং চার্জ ফুরিয়ে গেলে আবার চার্জ দিতে হয়! অনেক সময় চার্জ করার ব্যাপারটা মোবাইল ব্যবহারের ক্ষেত্রে বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায়। দীর্ঘ সময়ের জন্য বাইরে কোথাও গেলে শুধু মোবাইল সাথে নিলে চলবে না, সাথে করে তার চার্জারটিও মনে করে নিয়ে যেতে হয়। চার্জার সাথে নিলেই কী সমস্যার শেষ আছে? আপনি হয়ত এমন জায়গায় গেলেন যেখানে বিদ্যুতই নেই। আর বিদ্যুৎ থাকলেই বা কি? চার্জ করতে বৈদ্যুতিক সংযোগ দেবার জায়গা খুঁজে বের করাটাও কোন কোন সময় বেশ ঝামেলা হয়ে দাঁড়ায়। মোবাইল চার্জ করার এত সব হ্যাপা থেকে সম্ভবত শীঘ্রই মুক্তি মিলতে যাচ্ছে! কারণ, বিজ্ঞানীরা বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে মোবাইল চার্জ করা পথে বেশ...

মোবাইল ফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর ২০টি জটিল টিপ্স

Image
মোবাইল ফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর ২০টি জটিল টিপ্স কেমন আছেন সবাই? যা-ই হোক, আজ খুব কমন একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য বসলাম। আসুন জেনে নিই কীভাবে আমরা আমাদের মো্বাইল ফোনের ব্যাটারির আয়ু বাড়াতে পারি। এখানে ২০টি টিপ্স দেওয়া হলো। ১) নতুন মোবাইল কিনে কম পক্ষে ৮-১০ ঘন্টা চার্জ দিন। ২) খুব বেশী দরকার না হলে ভাইব্রেশন ব্যবহার করবেন না। ভাইব্রেশনের কারণে দ্রুত চার্জ ফুরায়। ৩) ব্যাটারীর সম্পূর্ণ চার্জ শেষ হয়ে গেলে চার্জ দিন। ৪) ফুল চার্জ না হওয়া পর্য ন্ত মোবাইল চার্জ দিন। ৫) মোবাইলের ব্রাইটনেস কমিয়ে রাখুন। ৬) অতিরিক্ত চার্জ ব্যাটারীরর জন্য ক্ষতিকর। ৭) সব সময় সেটের অরিজিনাল চার্জার ব্যবহার করুন। ৮) খুব বেশী দরকার না হলে ফোন রির্স্টাট করবেন না। ৯) অকারণে ব্লু-টুথ অন করে রাখবেন না। ১০) নেটওয়ার্ক সিগন্যাল বারবার সার্চ করলেও বেশি ব্যাটারি ক্ষয়। সুতরাং এটি থেকে বিরত থাকুন। ১১) ঠাণ্ডা স্থানে মোবাইল ফোন রাখুন। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রায়। বেশি গরম স্থানে মোবাইল ফোন রাখবে না। আমি একটা আইপিএস-এর ওপর ব্যাটারি রেখেছিলাম। পরে আমার ফোনের ১৩টা বাজছে। ১২) চার্জ থেকে খুলার জন্য আগে সকেট ...

PC তে অ্যান্ড্রয়েড phone চালান (android emulator)

Image
PC তে অ্যান্ড্রয়েড phone চালান (android emulator) আজ আমি আপনাদের দেখাব কিভাবে কম্পিউটারে বা ল্যাপটপে automaton ফোন চালানো যায়।আপনি automaton ফোনের যে কোন app বা games ইন্সটল করে চালাতে পারবেন।অনেকেই আবার automaton studio তে কাজ করেন কিন্তু কম্পিউটারের কনফিগারেশন যদি তেমন ভালো না থাকে তাহলে কিন্তু ইমুলেটর চালু হতে অনেক সময় নেয়,আবার মাঝে মাঝে person চালু করলে পিসি suspend হয়ে যায়।আপনিও এই software system টি ব্যবহার করতে পারেন।তবে আজ এই বিষয় নিয়ে কোন আল োচনা করব না,এটা পরের কোন এক টিউটোরিয়ালে দিয়ে দেব।তো চলুন আমরা যারা laptop এ automaton game বা apps চালাতে চাই তারা দেখে নেই কিভাবে এটা করবেন। এর জন্য আমাদের একটি কম্পিউটার সফটয়্যার দরকার হবে যার নাম bluestacks মাত্র 259MB,ডাউনলোড করার জন্য Bluestacks.exe তে ক্লিক করে transfer করুন।Download হয়ে গেলে মাউসের রাইট বাটনে ক্লিক করে Run Administrator এ ক্লিক করুন নিচের চিত্রর মতোঃ এবার অন্য software গুলোর মতো করে আপনার কম্পিউটারে install করুন।সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।ধন্যবাদ।

Android ভার্সন গুলোর নাম কেন মিষ্টি জাতীয় খাবারের নামে রাখা হয়েছে আপনি কি তা জানেন?? না জানলে চলুন জেনে নেই

Image
Android ভার্সন গুলোর নাম কেন মিষ্টি জাতীয় খাবারের নামে রাখা হয়েছে আপনি কি তা জানেন?? না জানলে চলুন জেনে নেই স্মার্টফোনগুলো চলে বিভিন্ন অপারেটিং সিস্টেমে। বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যানড্রয়েড। এই মোবাইল অপারেটিং সিস্টেমটি তৈরি করেছে গুগল। মজার ব্যাপার হচ্ছে, শুরু থেকে এখন পর্যন্ত অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের যত ভার্সন বের হয়েছে, তার সবকটির নামই রাখা হয়েছে কোনো না কোনো মিষ্টিজাতীয় খাবারের নামে। মোবাইল অপারেটিং সিস্টেমের নাম কেন খাবারের নামে রাখা হয়? এই কৌতূহল কখনো হয়েছে আপনার? যদি হয়ে থাকে, তাহলে আপনাকে হতাশ হতে হবে। কারণ, গুগলের কর্মকর্তারা বলছেন, এটা তাঁরা মজা করে করেন। আর করতে করতে এটাই এখন নিয়ম হয়ে গেছে। তবে অ্যানড্রয়েডের প্রথম ভার্সন দুটির নাম কিন্তু মিষ্টিজাতীয় ফলের নামে ছিল। এটি শুরু করা হয় তৃতীয় ভার্সন থেকে। গুগলের সাবেক মুখপাত্র রানডাল সারাফা প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যানড্রয়েড কর্তৃপক্ষকে বলেন, ‘এটা আসলে ডেভেলপার টিমগুলোর একেবারেই নিজেদের ভেতরের ব্যাপার। বেশির ভাগ সময়ই এটা মজা করে করা হয়েছে। তবে অ্য...

আপনি নতুন এন্ড্রয়েড কিনেছেন? এন্ড্রয়েড ফোনটির সকল তথ্য জানতে দেখে নিন এন্ড্রয়েড এর সকল কোড

Image
আপনি নতুন এন্ড্রয়েড কিনেছেন? এন্ড্রয়েড ফোনটির সকল তথ্য জানতে দেখে নিন এন্ড্রয়েড এর সকল কোড আজকাল কম বেশি সবাই এন্ড্রয়েড ফোন চালায়। কিন্তু সেই এন্ড্রয়েড এর তথ্য আপনি জানেন কি?? চলুন জেনে নেই এন্ড্রয়েড ফোনের কোড গুলো ১.রিসেট ফোন- *2767*3855# ২.IMEI জানতে- *#06# ৩.লক স্ট্যাটাস- *#7465625# ৪.ব্যাটারী ও ফোনের তথ্য- *#*#4636#*#* ৫.FTA এর ভার্সন- *#*#1111#*#* ৬.টাচস্কীন কোড- *#*#2664#*#* ৭.ভাইব্রেট ও ব্যাকলাইট টেষ্ট- *#*#0842#*#* ৮.হার্ডওয়্যার ও সফটওয়্যার ডিটেইলস্- *#12580*369# ৯.ডায়গনস্টিক কনফিগার- *#9090# ১০.ডাম্প সিস্টেমো মোড- *#9900# ১১.ক্যামেরার তথ্য জানতে- *#*#34971539#*#* ১২.ফ্যাক্টরী হার্ড রিসেট- *#*#7780#*#* ১৩.ডাটা ক্যাবল কন্ট্রোল- *#872564# ১৪.জিপিএস টেষ্ট- *#*#1472365#*#* ১৫.ওয়াইফাই ম্যাক এড্রেস- *#*#232338#*#* ১৬.ব্লুটুথ ডিভাইস ইনফো- *#*#232337#*#* ১৭.র্যামের ভার্সন- *#*#3264#*#* ১৮.টাচস্কীন ভার্সন- *#*#2663#*#* ১৯.ডিসপ্লে টেষ্ট- *#*#0#*#* ২০.প্যাকেট লুফ টেষ্ট- *#*#0283#*#*

এখন Android এ ওয়াইফাইদিয়ে নয় । Bluetooth দিয়ে নেটচালান ৩জি স্পিডে । ১০০% কাজকরবেই ..

Image
এখন Android এ ওয়াইফাইদিয়ে নয় । Bluetooth দিয়ে নেটচালান ৩জি স্পিডে । ১০০% কাজকরবেই .. হ্যা বন্ধুরা । এখন আর ওয়াইফাই নয় ব্লুটুথ দিয়ে নেট চালান ৩ জি স্পিডে । কাজটি আমি জাভা ফোনে করেছ চায়না ফোনে কাজটি করবে কিনা জানিনা প্রথমে আপনার এন্ড্রয়েড এর সেটিংয়ে গিয়ে ব্লুটুথ এ যান । এবার যে জাভা ফোন দিয়ে চালাবেন সেটার সাথে পেয়ার করে নিন । পেয়ার করার পর অপশন এ যান । তারপর ইন্টারনেট কানেক্ট টাতে মার্ক করে দিন । এবার আরামচে নেট চালান ব্লুটুথ দিয়ে । চায়না ফোন দিয়ে হবে কিনা যানিনা । আপনারা নিজেরাই চেষ্টা করে দেখুন । সমস্যা হলে কমেন্ট করুন ।

জেনে নিন Root কি? কেন Root করবেন এবং এর সুবিধা অসুবিধা

Image
জেনে নিন Root কি? কেন Root করবেন এবং এর সুবিধা অসুবিধা বর্তমান সময়ে Android Smart Phone ব্যবহার করে, কিন্তু Root কথাটি একবারও শুনেনি, এমন মানুষ খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ!! কিন্তু নতুন অনেক Android ব্যবহারকারীই জানে না যে, Root প্রকৃতপক্ষে কি? Android ডিভাইসটিতে বাড়তি পারফরম্যান্স পাবার জন্য Root করা হয় বলে অনেকেরই ধারনা। তাই অনেকে বাড়তি পারফরমেন্স পাবার জন্য Android Deviceটি Root করে থাকেন । কিন্তু Android ডিভাইসটি Root করার পর দেখা যায় তাদের ডিভাইসের পারফরম্যান্স আগের মতোই আছে বা আগের চেয়ে কমে গেছে। তখন তারা হতাশ হয়ে যায় এই ভেবে, তাহলে Android ডিভাইসটি Root করার সুবিধাগুলো আসলে কী?? ======================= [[রুট (Root) কী? :-]] ======================= Root শব্দটির আভিধানিক অর্থ গাছের শিকড়। কিন্তু Androidএ Root বলতে বুঝায়, একটি Permission বা অনুমতি। Root হচ্ছে সেই Permission অথবা অনুমতি, যা Android ব্যবহারকারীকে সর্বাধিক ক্ষমতার অধিকারী করে তোলে। রুট হচ্ছে এই অনুমতি থাকলে ব্যবহারকারী সেই ডিভাইসে যা ইচ্ছে তাই করতে পারেন। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহারকার অ্যাডম...

২০০০ টাকার নোট কীভাবে চিনবেন? জানুন, রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা

Image
২০০০ টাকার নোট কীভাবে চিনবেন? জানুন, রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা সামনের দিকে: ১. আলোর দিকে তুলে ধরলে এই অংশে ‘2000’ লেখা জলছাপ দেখা যাবে। ২. চোখের সঙ্গে নোটটি আড়াআড়ি ৪৫ ডিগ্রি কোণে ধরলে এই অংশে ‘2000’ লেখা দেখা যাবে। ৩. দেবনাগরী হরফে লেখা থাকবে ২০০০। ৪. মহাত্মা গাঁধীর মুখচ্ছবি। ৫. মাইক্রোলেটারে লেখা থাকবে 'RBI' এবং ‘2000’। ৬. কালার শিফট উইনডো। এই অংশে দেবনাগরী অক্ষরে লেখা থাকবে ‘ভারত’, 'RBI' এবং ‘2000’। নোটটি একটু হেলিয়ে ধরলে সিকিউরিটি থ্রেডটির রং সবুজ থেকে নীলে বদলে যাবে। ৭. গ্যারান্টি ক্লু, প্রমিস ক্লু, রিজার্ভ ব্যাংকের চিহ্ন, এবং গভর্নরের সই। ৮. মহাত্মা গাঁধীর মুখচ্ছবি, এবং ইলোকট্রোটাইপ (‘2000’) জলছাপ। ৯. নম্বর প্যানেল— থাকবে উপরের বাঁ কোণে এবং নীচের ডান কোণে। নম্বরের হরফ ছোট থেকে বড় হবে। ১০. ২০০০ টাকা লেখা এবং টাকার চিহ্ন। নোটটিকে হেলিয়ে ধরলে লেখাটির রং সবুজ থেকে বদলে নীল হয়ে যাবে। ১১. অশোক স্তম্ভ। ১২. খোদাই করা অশোক স্তম্ভ। মহাত্মা গাঁধির ইষৎ উঁচু হয়ে থাকা মুখচ্ছবি। শনাক্তকরণ চিহ্ন, ব্লিড লাইন, এবং অশোক স্তম্ভের চিহ্ন। ১৩. ২০০...

জাভায় ক্লাস ডিক্লারেশন ফরম্যাট, মেথড, কনস্ট্রাক্টর, গারবেজ, অবজেক্ট রেফারেন্স এর প্রয়োগ ও ব্যহারের সম্পূর্ণ ধারণা

Image
জাভায় ক্লাস ডিক্লারেশন ফরম্যাট, মেথড, কনস্ট্রাক্টর, গারবেজ, অবজেক্ট রেফারেন্স এর প্রয়োগ ও ব্যহারের সম্পূর্ণ ধারণা ১। জাভায় ক্লাস ডিক্লারেশনের ফরম্যাট লিখ। উত্তরঃ জাভায় ক্লাস ডিক্লারেশনের ফরম্যাট নিম্নরূপঃ ২। মেথড কাকে বলে? উত্তরঃ মেথড হচ্ছে কোন বড় প্রোগ্রামের একটি স্বাধীন ক্ষুদ্র অংশ যার একটি নির্দিষ্ট নাম থকে, যা এক বা একাধিক Statement এর সমন্বয়ে গঠিত এবং নির্দিষ্ট কোন সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয়। ৩। মেথডের উপাদানগুলো উল্লেখ কর। উত্তরঃ মেথডের উপাদানগুলো নিম্নরূপঃ i) মেথড ডেফিনিশন ii) প্রটোটাইপ iii) মেথড কলিং iv) মেথডের রিটার্ন স্টেটমেন্ট ৪। মেথডের প্রটোটাইপ বলতে কী বুঝায়? উত্তরঃ মেথডের প্রটোটাইপ বলতে তার সঠিক নাম, রিটার্ন টাইপ, আরগুমেন্ট তালিকা, সুনির্দিষ্ট ফরম্যাটে তার ব্যবহার বিধি ইত্যাদি বুঝায়। ৫। মেথড ওভারলোডিং কাকে বলে? উত্তরঃ জাভা ল্যাংগুয়েজে যদি একই ক্লাসের মধ্যে, একই নামে দুই বা ততোধিক মেথড ব্যবহার করা হয় তবে তাকে মেথড ওভারলোডিং বলে। ৬। কনস্ট্রাক্টর কী? উত্তরঃ কনস্ট্রাক্টর হচ্ছে এমন এক বিশেষ ধরনের মেথড যা কোন ঘোষনার সময় তার প্রারম্ভি...

Backup and Restore EFS on Samsung Galaxy Devices

Image
Backup and Restore EFS on Samsung Galaxy Devices Samsung ডিভাইস ব্যাবহার কারীরা প্রায় দুটা সমস্যার সম্মুখীন হন। এর মধ্যে প্রথমটি হলো – সব ঠিক আছে কিন্তু Wifi কাজ করছে না, আর অপরটি অপারেটর নেটওয়ার্ক নেই! যার ফলে ডিভাইস থেকে কল, এসএমএস বা ইন্টারনেট ব্যাবহার করতে পারেন না। আর যে কারনে এই সমস্যা গুলি হয়ে থাকে সেটি হলো – EFS Data Lost or Corrupted EFS Data কিঃ EFS ফোল্ডারটি গুরুত্বপূর্ণ একটি সিস্টেম ফোল্ডার এন্ড্রয়েড ডিভাইসের জন্যে, যেখানে কিছু ইউনিক (অদ্বিতীয়) নাম্বার থাকে যা নষ্ট হয়ে গেলে ডিভাইস কোন নেটওয়ার্ক এর সাথে যুক্ত হতে পারেনা। এই ইউনিক নাম্বার গুলি হলো – IMEI, wireless device MAC address, baseband version, product code, system ID and NV data. যদি কোন কারনে EFS ফোল্ডারটি “Corrupted” অথবা “Lost” হয়ে যায় তাহলে ঐ ডিভাইস থেকে আর কখনো “Call” করতে পারবে না ব্যাবহার কারী, যতক্ষণ না ঐ ডিভাইসের EFS ফোল্ডারটি রিষ্টোর করা হচ্ছে। এখন মনে প্রশ্ন জাগতে পারে EFS ফোল্ডার কিভাবে নষ্ট বা হারিয়ে যাবে? এর উত্তরে সাধারন ভাবে বলা যায় – বেশীরভাগ ক্ষেত্রে কাস্টম কার্নেল অথবা কাস্টম রম ফ্ল্যাশ করার ...