PC তে অ্যান্ড্রয়েড phone চালান (android emulator)

PC তে অ্যান্ড্রয়েড phone চালান (android emulator)



















আজ আমি আপনাদের দেখাব কিভাবে কম্পিউটারে বা ল্যাপটপে automaton ফোন চালানো যায়।আপনি automaton ফোনের যে কোন app বা games ইন্সটল করে চালাতে পারবেন।অনেকেই আবার automaton studio তে কাজ করেন কিন্তু কম্পিউটারের কনফিগারেশন যদি তেমন ভালো না থাকে তাহলে কিন্তু ইমুলেটর চালু হতে অনেক সময় নেয়,আবার মাঝে মাঝে person চালু করলে পিসি suspend হয়ে যায়।আপনিও এই software system টি ব্যবহার করতে পারেন।তবে আজ এই বিষয় নিয়ে কোন আলোচনা করব না,এটা পরের কোন এক টিউটোরিয়ালে দিয়ে দেব।তো চলুন আমরা যারা laptop এ automaton game বা apps চালাতে চাই তারা দেখে নেই কিভাবে এটা করবেন। এর জন্য আমাদের একটি কম্পিউটার সফটয়্যার দরকার হবে যার নাম bluestacks মাত্র 259MB,ডাউনলোড করার জন্য Bluestacks.exe তে ক্লিক করে transfer করুন।Download হয়ে গেলে মাউসের রাইট বাটনে ক্লিক করে Run Administrator এ ক্লিক করুন নিচের চিত্রর মতোঃ
এবার অন্য software গুলোর মতো করে আপনার কম্পিউটারে install করুন।সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।ধন্যবাদ।

Comments

  1. Nice Post,
    If you don't know what is Pocket Router ? So read this post. Thank you

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

জাভায় ক্লাস ডিক্লারেশন ফরম্যাট, মেথড, কনস্ট্রাক্টর, গারবেজ, অবজেক্ট রেফারেন্স এর প্রয়োগ ও ব্যহারের সম্পূর্ণ ধারণা

মোবাইল হ্যাং হওয়ার কারন ও সমাধান টিপ্স