২০০০ টাকার নোট কীভাবে চিনবেন? জানুন, রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা

২০০০ টাকার নোট কীভাবে চিনবেন? জানুন, রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা


সামনের দিকে:
১. আলোর দিকে তুলে ধরলে এই অংশে ‘2000’ লেখা জলছাপ দেখা যাবে।
২. চোখের সঙ্গে নোটটি আড়াআড়ি ৪৫ ডিগ্রি কোণে ধরলে এই অংশে ‘2000’ লেখা দেখা যাবে।
৩. দেবনাগরী হরফে লেখা থাকবে ২০০০।
৪. মহাত্মা গাঁধীর মুখচ্ছবি।
৫. মাইক্রোলেটারে লেখা থাকবে 'RBI' এবং ‘2000’।
৬. কালার শিফট উইনডো। এই অংশে দেবনাগরী অক্ষরে লেখা থাকবে ‘ভারত’, 'RBI' এবং ‘2000’। নোটটি একটু হেলিয়ে ধরলে সিকিউরিটি থ্রেডটির রং সবুজ থেকে নীলে বদলে যাবে।
৭. গ্যারান্টি ক্লু, প্রমিস ক্লু, রিজার্ভ ব্যাংকের চিহ্ন, এবং গভর্নরের সই।
৮. মহাত্মা গাঁধীর মুখচ্ছবি, এবং ইলোকট্রোটাইপ (‘2000’) জলছাপ।
৯. নম্বর প্যানেল— থাকবে উপরের বাঁ কোণে এবং নীচের ডান কোণে। নম্বরের হরফ ছোট থেকে বড় হবে।
১০. ২০০০ টাকা লেখা এবং টাকার চিহ্ন। নোটটিকে হেলিয়ে ধরলে লেখাটির রং সবুজ থেকে বদলে নীল হয়ে যাবে।
১১. অশোক স্তম্ভ।
১২. খোদাই করা অশোক স্তম্ভ। মহাত্মা গাঁধির ইষৎ উঁচু হয়ে থাকা মুখচ্ছবি। শনাক্তকরণ চিহ্ন, ব্লিড লাইন, এবং অশোক স্তম্ভের চিহ্ন।
১৩. ২০০০ টাকা ইষৎ উঁচু করে লেখা।
১৪. ইষৎ উঁচু হয়ে থাকা ৭টি আড়াআড়ি ব্লিড লাইন।
পিছন দিকে:
১৪. টাকা ছাপা হওয়ার বছর।
১৫. স্লোগান সহ স্বচ্ছ ভারত লোগো।
১৬. ল্যাঙ্গুয়েজ প্যানেল।
১৭. মঙ্গলায়নের মোটিফ, যা এক গ্রহ থেকে আর এক গ্রহে ভারতের প্রথম মহাকাশ অভিযানের প্রতীক।

Comments

Popular posts from this blog

জাভায় ক্লাস ডিক্লারেশন ফরম্যাট, মেথড, কনস্ট্রাক্টর, গারবেজ, অবজেক্ট রেফারেন্স এর প্রয়োগ ও ব্যহারের সম্পূর্ণ ধারণা

PC তে অ্যান্ড্রয়েড phone চালান (android emulator)

মোবাইল হ্যাং হওয়ার কারন ও সমাধান টিপ্স