কোন ভিডিও গুলো ইউটিউব এ দিলে তারা আপনাকে লাথি মেরে বের করে দিবে


বেশিরভাগ মানুষ না জেনেই ইউটিউব এ চলে আসে। তারা
মনে করে কোন একটি ভিডিও আপলোড দিলেই হলো।
কিন্তু তারা Youtube Community Guidelines পড়ে দেখে না।
আপনি যেমন সমাজে বাস করেন এবং সমাজের কিছু নিয়ম
মেনে চলেন ইউটিউব ও এমন একটি প্লাটফরম যেখানে
বিশ্বের সকল ধরণের মানুষ রয়েছে। শিশু থেকে শুরু করে
বয়স্ক সবাই রয়েছে। তাই ইউটিউব তার পরিবেশ সুন্দর
রাখতে ভিডিও আপলোড করার জন্য কিছু গাইড লাইন
দিয়েছে। সে গুলো মেনেই আপনার ইউটিউব এ গান
আপলোড করা লাগবে। অন্যথায় ইউটীউব আপনাকে
সাসপেন্ড করবে। আজ আমরা সেই বিষয় গুলো নিয়েই
জানব।
Youtube Community Guidelines এ তারা কিছু বিষয় উল্লেখ
করেছে। তা হচ্ছে এগুলো –
Nudity or sexual content
Harmful or dangerous content
Violent or graphic content
Copyright
Hateful content
Threats
Spam, misleading metadata, and scams
আমরা আজকে প্রত্যকটি বিষয় বাংলায় ব্যাখ্যা করব।
পড়তে থাকুন নিচে।

Nudity or sexual content

আমার মতে এই জিনিস আপনারা সবাই জানেন। Nudity
অথবা Sexual বলতে শজ বাংলা ভাষায় আমরা যৌনতাকে
বুঝি। আপনি ভাবলেন আমি নিজে এরকম কিছু করে ইউটিউব
এ আপলোড দিব। ভিডিও ত আমার নিজের ইউটিউব কিছু
বলবে না। না তা হবে না। ইউটীউব এসব ভিডিও রিমুভ করে
দিবে এবং আপনাকে Youtube Community Guidelines স্ট্রাইক
দিবে। এমনকি আপনার চ্যানেল সরাসরি সাসপেন্ড ও হতে
পারে। তাই যৌনতাকে না বলুন। এসব থেকে থেকে বিরত
থাকুন।
ইউটিউব এর অফিশিয়াল ভাষায় –

Harmful or dangerous content

ডেঞ্জার শব্দের সাথে আমরা সবাই অবগত আছি। আর
হারম্ফুল মানে ক্ষতিকর তাও আমরা সবাই জানি। ইউটিউব
এ আপনি এমন কিছু দিতে পারবেন না। ধরুন আপনি
দেখালেন ছাদ থেকে লাফ দিয়ে নিচে পরলে মানুষ মরে
না। এখন আপনি যে প্রেঙ্ক করেছেন তা বড় রা বুঝবে
কিন্তু কোন ছোট ছেলে অথবা মেয়ে এটা বিশ্বাস করে
যদি এই কাজ করে ভাবুন তাহলে কি হবে। তাই এরকম কোন
ভিডিও আপনি দিতে পারবেন না যা মানুষ্কে কোন
ক্ষতির দিকে ঠেলে দেয়।
ইউটিউব এর অফিশিয়াল ভাষায় –

Violent or graphic content

এমন কিছু আপনি দিতে পারবেন না যা কোন মানুষের
মানসিকতায় আঘাত হানে, দুর্বল চিত্তের মানুষের সমস্যা
হয় এই টাইপ ভিডিও। যেমন ধরুন আপনি আপনার বাসায়
কোন পশুকে জবাই করছেন আপনি তার ভিডিও ইউটীউব এ
দিলেন। এ জিনিস হবে না। এগুলো দেওয়া যাবে না। রক্ত
কখনোই সভ্য মানুষ পছন্দ করে না। আপনাকে এসব থেকে দূর
থাকতে হবে। অথবা আপনি এমন কোন দুর্ঘটনার ছবি দিলেন
যেখানে মানুষের কষ্ট সহ্য করার মত না। এসব ভিডিও
ইউটিউব এ দেওয়া যাবে না। সুতরাং এসব থেকে বিরত
থাকুন। যদি আপনি আপনার নিউজে এমন কিছু দেখাতে চান
সেখানে ভিডিওতে কি হচ্ছে তার পরযাপ্ত পরিমাণ
ডিটেইলস দিতে হবে।
ইউটিউব এর অফিশিয়াল ভাষায় –

Copyright

এই নিয়ে আমরা সবাই জানি কপিরাইট কি। আপনারা যদি
আমার পূর্বের টিউন টি দেখেন তাহলে এই নিয়ে আরো
ভালো বুঝতে পারবেন। আপনি অন্যর কিছু নিতে পারবেন
না। অন্যর কোন জিনিস বিনা অনুমতিতে আপনি আপনার
ভিডিওতে ব্যবহার করতে পারবেন না, এমনকি ভিবিন্ন
সফটও্যার এর ফ্রী কীভাবে ব্যবহার করে তা নিয়েও
আপনি ভিডিও দিতে পারবেন না। এসব দিলে আপনি
সাসপেন্ড হই যাবেন। এসব থেকে বিরত থাকুন।
ইউটিউব এর অফিশিয়াল ভাষায় –

Hateful content

ইউটিউব এমন একটী প্লাটফর্ম যেখানে আপনি সহজেই
আপনার ভিবিন্ন মতামত তুলে ধরতে পারেন। কিন্তু লক্ষ্য
রাখতে হবে আপনার ভিডিও তে যাতে কাউকে ছোট করে
কিছু বলা না হয়। কারো বিরুদ্ধে উস্কানিমূলক কিছু বলা
না হয়। কারো ধর্ম নিয়ে বিদ্রুপ অথবা নারীদের ছোট করে
অথবা কোন দেশকে ছোট করে এই টাইপ যেকোন কিছু
ইউটীউব এ করা যাবে না। এগুলো থেকে বিরত থাকুন।
ইউটিউব এর অফিশিয়াল ভাষায় –

Threats

বাংলাদেশ এর মানুষ অথচ এই শব্দের সাথে পরিচয় নেই
এমন একজন কেউ পাবেন না। সবাই আমরা কথায় কথায়
থ্রেট দেই। এই কাজ ইউটিউব এ করা যাবে না। আপনি এমন
ভিডিও আপলোড করলেন যেখানে আপনি কাউকে থ্রেট
দিচ্ছেন তা হবে না। ইউটিউব এ এসব করলে আপনার
চ্যানেল সাসপেন্ড হই যাবে। সুতরাং সাবধান হোন। এসব
থেকে থেকে বিরত থাকুন।
ইউটিউব এর অফিশিয়াল ভাষায় –

Spam, misleading metadata, and scams

এই জিনিস এর কারণে বেশিরভাগ চ্যানেল সাসপেন্ড হয়।
অনেকেই এই স্পাম জিনিস্টা সাধারণ ভাবে নেন।মনে
করেন আপনার কিছুই হবে না। কিন্তু এক সময় গিয়ে ঠিকই
আপনি সাসপেন্ড হবে। আপনি একি কাজ বার বার করছেন
তাই হচ্ছে স্পাম।একই ভিডিও বার বার দিচ্ছেন।
মিসলিডিং হচ্ছে আপনি বললেন আপনার ভিডিও তে
আপনি কীভাবে বিমান চালাতে হয় তা দেখিয়েছেন।
কিন্তু আপনি আসলে আপনার ভিডিওতে দেখিয়েছেন দাত
ব্রাশ করা। এখন সবাই বিমান চালানো শিখার জন্য
আপনার ভিডিওতে ঢুকবে তারপর দেখবে আপনি বসে বসে
দাঁত ব্রাশ করতেছেন এসব হবে না। এসব করলে সরাসরি
সাসপেন্ড। আপনারা আমার ভিডিও টিউটোরিয়াল দেখেন
তাহলে এ ব্যাপারে আরো ভালো বুঝতে পারবেন।
ইউটিউব এর অফিশিয়াল ভাষায় –
আপনারা এই ৭ টি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে ইউটিউব এ
ভিডিও দিবেন। আর অবশ্যই যদি অনলাইন কোর্সে আগ্রহী
হোন আমাকে জানাবেন। আমার ফেসবুক প্রফাইল এবং
চ্যানেল লিঙ্ক নিচে। ধন্যবাদ সকল কে। টিউন টি ভালো
লেগে থাকলে নির্বাচিত করার জন্য টিক দিবেন। 

Comments

Popular posts from this blog

জাভায় ক্লাস ডিক্লারেশন ফরম্যাট, মেথড, কনস্ট্রাক্টর, গারবেজ, অবজেক্ট রেফারেন্স এর প্রয়োগ ও ব্যহারের সম্পূর্ণ ধারণা

PC তে অ্যান্ড্রয়েড phone চালান (android emulator)

মোবাইল হ্যাং হওয়ার কারন ও সমাধান টিপ্স