Posts

ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করতে ভুলে গেলে যা করবেন ফেসবুকের অনেক কিছু জানা সত্ত্বেও আকস্মিক বিড়ম্বনার মধ্যে পড়ে যেতে হয়। কোন পাবলিক কম্পিউটারে বা অন্য কারও কম্পিউটারে ফেসবুক লগইন করেছেন কিন্তু আসার সময় বিদ্যুৎ চলে গেছে বা আপনি লগ আউট করতে ভুলে গেছেন। এখন তো অনেক বড় বিপদে পড়ার মত সমস্যা। যদি এমন হয় তবে এবার ঐ কম্পিউটারে ছুটে যাবার দরকার নেই। আপনি আপনার কম্পিউটার থেকেই ঐ কম্পিউটার এর ফেসবুক লগ আউট করতে পারবেন। এজন্য যা করতে হবে- ১। প্রথমে আপানার PC থেকে ফেসবুক এ লগইন করুন। ২। এবার Account Setting এ যান। ৩। তারপর Security অপশনে Active Sessions এ ক্লিক করুন ৪। এখন Current Session এ আপনার চলতি PC এর তথ্য দেখাবে আর Also Active এ শিরোনামে লগইন সক্রিয় আছে এমন কম্পিউটারের সময়, ডিভাইসের নাম, কোন শহর, আইপি কত, কোন ব্রাউজার, কোন অপারেটিং সিস্টেম তা দেখাবে। ৫। এবার ঐ আগের কম্পিউটার লগ আউট করতে End Activity ক্লিক করুন তাহলেই Computer থেকে লগ আউট হয়ে যাবে।
ফেসবুকের Pending Friend Request দেখা আপনি যাদের কাছে friend request পাঠিয়েছেন কিন্তু তারা গ্রহণও করেনি রিজেক্টও করেনি সেই রিকোয়েস্টগুলো পেন্ডিং আকারে থাকে। ফেসবুকে কাকে কাকে Add request করেছেন তা আগের সেটিংসে দেখা গেলেও বর্তমানের সেটিং তা শো করেনা। তবে চাইলে ফেসবুকের একটি ছোট অ্যাপ্লিকেশনের সাহায্যে Pending friend request গুলো বের করা যায় খুব সহজেই। এজন্য, জাস্ট শুধু এখানে http://apps.facebook.com/friendrequests/ গিয়ে Allow করলেই দেখতে পারবেন আপনার Pending friend request গুলো।
ফেসবুকে ফ্রেন্ডলিস্ট লুকানোর নিয়ম ফেসবুকে ইচ্ছে করলেই অনেক কিছু করা যায়। যেমন- আপনার ফ্রেন্ডলিস্ট লুকাতে এবং তা আবার দেখাতেও পারবেন। সাধারণত ফ্রেন্ডলিস্ট দেখানো থাকে। ইচ্ছে করলে আপনার ফ্রেন্ডলিস্ট সহজেই লুকাতে পারবেন। এর জন্য Accounts>Privacy Settings-এ ক্লিক করুন। এখানে দেখুন Choose your privacy Settings-এর নিচে Connecting on Facebook নামে একটি অপশন রয়েছে। এখানে View Settings এর লিঙ্কে ক্লিক করুন। এখানে বেশ কিছু অপশন রয়েছে। এর মধ্যে See your friend list-এর ডান পাশে থাকা বাটনে ক্লিক করুন। এখানে Custom সিলেক্ট করুন। কাস্টম অংশ থেকে Only Me সিলেক্ট করে দিন। এর ফলে আপনি ছাড়া আপনার ফ্রেন্ড বা অন্য কেউ আপনার ফ্রেন্ডলিস্ট দেখতে পাবে না।
  কিভাবে আপনার FACEBOOK প্রোফাইল পিকচারটি আনক্লিকেবল করবেন আমরা কমবেশী সবাই চাই আমাদের ব্যাক্তিগত ছবি ফেসবুকের ফ্রেন্ড ছাড়া সবাই যেন দেখতে না পায়। আপনার ছবিগুলো হয়তো প্রাইভেসি দিয়ে অপরিচিত কাউকে দেখার হাত থেকে রক্ষা করতে পারবেন কিন্তু আপনার প্রোফাইল পিকচারটি এক ক্লিকে সকলেই দেখতে পাবে যারা আপনার friend নয়। তবে এই সমস্যার একটা সমাধান রয়েছে তা নিচে দেওয়া হল: ১। প্রথমেই আপনি আপনার নিজের প্রোফাইলে যান নিজের নামে ক্লিক করে। ২। এখন Photos এ ক্লিক করুন। ৩। তারপর Albums এ ক্লিক করে profile picture album সিলেক্ট করুন। ৪। আপনার প্রোফাইল ফটোটিতে ক্লিক করে edit এ চাপুন। ৫। এখন privacy settings থেকে only me সিলেক্ট করুন। ৬। এখন done editing এ ক্লিক করলেই আপনার প্রোফাইল পিকটি আনক্লিকেবল হয়ে যাবে অর্থাৎ যে আপনার ফ্রেন্ড নয় সে এই ছবি ক্লিক করে দেখতে পাবেনা।
Internet Download Manager (IDM) আজীবনের জন্য ফ্রীতে নিয়েনিন, এবার যেকোনো ফাইল ডাউনলোড করুন রকেট গতিতে। অনকেই আছেন যারা ডাউনলোড করতে ভালবাসেন, কিন্তু মাঝে মাঝে বড় কোন ফাইল ডাউনলোড করতে গিয়ে মাথা গরম হয়ে যায়, কারন স্পিড কম, বার বার কানেকশন ফেইলডেড, একসাথে অনেকগুলো ফাইল ডাউনলোড দিলে পিসি হ্যাং হয়ে য়াওয়া বিভিন্ন ধরনের সমস্যা। আর এই সমস্যা গুলোর সমাধান একটাই Internet Download Manager (IDM) ব্যবহার করা।Internet Download Manager প্রথম বার ইন্সটল করলে ৩০ দিনের জন্য ট্রায়েল ভার্সন ব্যবহার করতে পারবেন। ৩০ দিন শেষ হয়ে গেলে আপনাকে Internet Download Manager টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে। আর আপনারা জানেনই তো আমরা কোনকিছু টাকা দিয়ে কিনে ব্যবহার করি না। কোম্পানিকে বাশ ধরিয়ে দিয়ে ফ্রীতে ইউজ করি। ডাউনলােড করতে এখানে ক্লিক করুন :-   https://mega.nz/#!CI5S2J5I!UCYx2J3uWUWKp28FQcocCQCduTBZhK-DM36eU45BMds
যারা Google Adsense এর Payee নাম এবং এড্রেস চেনঞ্জ করতে চান তারা এদিকে আসুন আসসালামুআলাইকুম,কেমন আছেন সবাই, আসাকরি সবাই ভাল আছেন। যারা Google Adsense Account এর Payment নাম এবং Address চেনঞ্জ করতে চান তারা চাইলে এখনি চেনঞ্জ করে নিতে পারেন। কাজটা খুব ইজি।তো কথা না বারাই,কাজ শুরু করি ইসটেপ ১- প্রথমে আপনাকে আপনার Google Adsense একাউন্টে লগিন করতে হবে। ইসটেপ ২-লগিন করার পর ডানপাশের উপরে দেখবেন আপনার ইমেইল এড্রেস শো করছে, তো এড্রেস এর পাশে একটি গোলাকার আইকোন শো করবে সেটায় ক্লিক করবেন। ইসটেপ ৩- তারপর সেখানে একটা Payment অপশোন পাবেন,তো Payment অপশোনে প্রবেশ করুন। ইসটেপ ৪-তারপর দেখবেন Payee Profile নামে একটি অপশোন আছে তো সেটায় প্রবেশ করুন। ইসটেপ ৫- তারপর দেখবেন আগে যে নাম এড্রেস দিয়েছিলেন সেটা শো করছে,তো তার উপরে Edit নামে একটা অপশোন আছে সেটায় প্রবেশ করে নাম এড্রেস চেনঞ্জ করুন। টিউনটি পরার জণ্য ধন্যবাদ!
Image
গুগল ম্যাপে যুক্ত করুন অাপনার এলাকার স্কুল/মসজিদ/দোকান ইত্যাদি প্রতিষ্ঠান অামার অাজকের টিউনটি হল  গুগোল ম্যাপ  নিয়ে…… অামরা সবাই কমবেশি ম্যাপ ব্যবহার করি, এবং খুব সহজেই বের করে ফেলি… কোথায় কোন রাস্তা, কোথায় কোন ব্যাংক, কোথায় কোন স্কুল ইত্যাদি ইত্যাদি……… এগুলো দেখতে ঘাটতে বেশ ভালই লাগে… কিন্তু যখন দেখি অামাদের এলাকাতে অামাদের মসজিদ/স্কুল/দোকান/বাজার ইত্যাদি ইত্যাদি অাছে, কিন্তু গুগল ম্যাপে নেয়… তখন মন খারাপ লাগে, ★ইশ! অামাদের মসজিদটা যদি ম্যাপে দিতে পারতাম… ★নাহ! অামি কোথাই অার ম্যাপ কোথায়… ★এটা সম্ভব না……… *না ভাই, এটা সম্ভব! অাপনি পারবেন…… ★পারব? কিন্তু কিভাবে? *হ্যা ভাই! এইবার লাইনে অাসছেন……… তো চলুন শুরু করা যাক… প্রথমে অাপনি গুগল ম্যাপে ঢুকুন, এবার ম্যাপের অপশনে যান… (বামপাশের কর্ণারে উপরের দিক থেকে) এবার নিচের দিকে অাসুন……  Add a missing place  এ যান… নীচের স্কৃনশট দেখুন এবার  Name* place name:  এর জায়গায় অাপনি যে লোকেশন দেবেন, তার সঠিক নাম দিন। Address* street address  এর জায়গায় অাপনি যেই স্থানটি যুক্ত করতে চাচ্ছেন সে...