যারা Google Adsense এর Payee নাম এবং এড্রেস চেনঞ্জ করতে চান তারা এদিকে আসুন


আসসালামুআলাইকুম,কেমন আছেন সবাই, আসাকরি সবাই ভাল আছেন।
যারা Google Adsense Account এর Payment নাম এবং Address চেনঞ্জ করতে চান তারা চাইলে এখনি চেনঞ্জ করে নিতে পারেন।
কাজটা খুব ইজি।তো কথা না বারাই,কাজ শুরু করি
ইসটেপ ১- প্রথমে আপনাকে আপনার Google Adsense একাউন্টে লগিন করতে হবে।
ইসটেপ ২-লগিন করার পর ডানপাশের উপরে দেখবেন আপনার ইমেইল এড্রেস শো করছে, তো এড্রেস এর পাশে একটি গোলাকার আইকোন শো করবে সেটায় ক্লিক করবেন।
ইসটেপ ৩- তারপর সেখানে একটা Payment অপশোন পাবেন,তো Payment অপশোনে প্রবেশ করুন।
ইসটেপ ৪-তারপর দেখবেন Payee Profile নামে একটি অপশোন আছে তো সেটায় প্রবেশ করুন।
ইসটেপ ৫- তারপর দেখবেন আগে যে নাম এড্রেস দিয়েছিলেন সেটা শো করছে,তো তার উপরে Edit নামে একটা অপশোন আছে সেটায় প্রবেশ করে নাম এড্রেস চেনঞ্জ করুন।
টিউনটি পরার জণ্য ধন্যবাদ!

Comments

Popular posts from this blog

জাভায় ক্লাস ডিক্লারেশন ফরম্যাট, মেথড, কনস্ট্রাক্টর, গারবেজ, অবজেক্ট রেফারেন্স এর প্রয়োগ ও ব্যহারের সম্পূর্ণ ধারণা

PC তে অ্যান্ড্রয়েড phone চালান (android emulator)

মোবাইল হ্যাং হওয়ার কারন ও সমাধান টিপ্স