জাভায় ক্লাস ডিক্লারেশন ফরম্যাট, মেথড, কনস্ট্রাক্টর, গারবেজ, অবজেক্ট রেফারেন্স এর প্রয়োগ ও ব্যহারের সম্পূর্ণ ধারণা
জাভায় ক্লাস ডিক্লারেশন ফরম্যাট, মেথড, কনস্ট্রাক্টর, গারবেজ, অবজেক্ট রেফারেন্স এর প্রয়োগ ও ব্যহারের সম্পূর্ণ ধারণা ১। জাভায় ক্লাস ডিক্লারেশনের ফরম্যাট লিখ। উত্তরঃ জাভায় ক্লাস ডিক্লারেশনের ফরম্যাট নিম্নরূপঃ ২। মেথড কাকে বলে? উত্তরঃ মেথড হচ্ছে কোন বড় প্রোগ্রামের একটি স্বাধীন ক্ষুদ্র অংশ যার একটি নির্দিষ্ট নাম থকে, যা এক বা একাধিক Statement এর সমন্বয়ে গঠিত এবং নির্দিষ্ট কোন সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয়। ৩। মেথডের উপাদানগুলো উল্লেখ কর। উত্তরঃ মেথডের উপাদানগুলো নিম্নরূপঃ i) মেথড ডেফিনিশন ii) প্রটোটাইপ iii) মেথড কলিং iv) মেথডের রিটার্ন স্টেটমেন্ট ৪। মেথডের প্রটোটাইপ বলতে কী বুঝায়? উত্তরঃ মেথডের প্রটোটাইপ বলতে তার সঠিক নাম, রিটার্ন টাইপ, আরগুমেন্ট তালিকা, সুনির্দিষ্ট ফরম্যাটে তার ব্যবহার বিধি ইত্যাদি বুঝায়। ৫। মেথড ওভারলোডিং কাকে বলে? উত্তরঃ জাভা ল্যাংগুয়েজে যদি একই ক্লাসের মধ্যে, একই নামে দুই বা ততোধিক মেথড ব্যবহার করা হয় তবে তাকে মেথড ওভারলোডিং বলে। ৬। কনস্ট্রাক্টর কী? উত্তরঃ কনস্ট্রাক্টর হচ্ছে এমন এক বিশেষ ধরনের মেথড যা কোন ঘোষনার সময় তার প্রারম্ভি...
Comments
Post a Comment