জেনে নিন কিভাবে অনলাইনে আপনার পাসওয়ার্ড হ্যাক হয় এবং কিভাবে আপনার পাসওয়ার্ডকে হ্যাক হওয়া থেকে বাচাবেন



আমাদের সকলেরই এমন একজন বন্ধু আছে যার ফেসবুক বা জিমেইল আইডি হ্যাক হয়েছে। অনেক সময় এটি আমাদের সাথেও ঘটেছে। কিন্তু আসলে আইডি হ্যাক কেন হয়? এর মূল কারণ কি? এর মুল কারন হোল অসচেতনতা। একটু সচেতন হলেই আমরা আইডি হ্যাক হওয়া থেকে রোধ করতে পারি।
আইডি হ্যাক সবচেয়ে বেশি হয় ফিশিং এর মাদ্ধমে। এটা ঠিক মাছ ধরার মতোই। আপনাকে লোভ দেখিয়ে হ্যাকার আপনার আইডি হ্যাক করে ফেলবে। যতক্ষণে আপনি জানবেন ততক্ষনে আপনার সাধের আইডি শেষ। ফিশিং এ হ্যাকার একটি নকল ওয়েবসাইট বানাবে যেইটি দেখতে অবিকল আসল ফেসবুক কিনবা জি-মেইল এর মতোই। আপনি যদি আগে থেকে না জানেন কিছুতিই বুঝবেন না। তবে আপনি যদি একটু লিঙ্ক এ খেয়াল করেন তাহলেই দেখতে পারবেন  যে লিঙ্ক তা কিছুটা এরকম xhdodh.xyz.com। তাই কেউ যদি আপনাকে কোন লিঙ্ক দেয় এবং বলে দেখার জন্য তাহলে সাবধান। যদি লিঙ্ক এ ঢুকার পর আপনার আইডি আর পাসওয়ার্ড চায় তবে ভুলেও দিবেন না। কারন এতে আপনার আইডিটি হ্যাক হয়ে জেতে পারে।

Comments

Popular posts from this blog

জাভায় ক্লাস ডিক্লারেশন ফরম্যাট, মেথড, কনস্ট্রাক্টর, গারবেজ, অবজেক্ট রেফারেন্স এর প্রয়োগ ও ব্যহারের সম্পূর্ণ ধারণা

PC তে অ্যান্ড্রয়েড phone চালান (android emulator)

মোবাইল হ্যাং হওয়ার কারন ও সমাধান টিপ্স