এন্ড্রয়েড ফোনের বর্তমান প্রেক্ষাপট (Present Perspective of Android Phone)


হাতের মুঠোয় ইন্টারনেট এসেছে সে তো অনেকদিনের কথা। কিন্তু সম্প্রতি স্মার্টফোন যেভাবে ইন্টারনেটের নতুন গতি ও ব্যবহার এনে দিয়েছে, তা সত্যিই অভাবনীয়। আর এই স্মার্টফোন জগতেই দুই প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে এন্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS)। স্মার্টফোন জগতে বর্তমানে রাজত্ব করছে এন্ড্রয়েড। মূলত বিভিন্ন দামের ও আকার-আকৃতির এবং ব্র্যান্ডের কাছ থেকে এন্ড্রয়েড-চালিত স্মার্টফোন সহজলভ্য হওয়ায় বাজারে এর গ্রাহকসংখ্যা বেড়ে গেছে বহুদূর। আজ প্রায় সব ধরনের বাজেটেই রয়েছে কোনো না কোনো এন্ড্রয়েড ফোন। ইন্টারনেট মহারাজ গুগলের তৈরি এই এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম শুরুতে মোবাইল ফোনের জন্য তৈরি করা হলেও বর্তমানে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলছে নেটবুক, ট্যাবলেট ও গুগল টিভিতে (এ টিভিতে গুগলের সব ধরনের সেবা প্রদানের ব্যবস্থা আছে এবং এর পাশাপাশি ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবের ভিডিও সরাসরি দেখা যায় এ টিভিতে)। আগামীতে এই এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম রোবট চালনার কাজেও ব্যবহৃত হবে, এমন আভাস গুগল কর্তৃপক্ষ ইতিমধ্যেই দিয়ে দিয়েছে।

MIR SURAJ UDDIN

Comments

Popular posts from this blog

জাভায় ক্লাস ডিক্লারেশন ফরম্যাট, মেথড, কনস্ট্রাক্টর, গারবেজ, অবজেক্ট রেফারেন্স এর প্রয়োগ ও ব্যহারের সম্পূর্ণ ধারণা

PC তে অ্যান্ড্রয়েড phone চালান (android emulator)

মোবাইল হ্যাং হওয়ার কারন ও সমাধান টিপ্স