ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করতে ভুলে গেলে যা করবেন ফেসবুকের অনেক কিছু জানা সত্ত্বেও আকস্মিক বিড়ম্বনার মধ্যে পড়ে যেতে হয়। কোন পাবলিক কম্পিউটারে বা অন্য কারও কম্পিউটারে ফেসবুক লগইন করেছেন কিন্তু আসার সময় বিদ্যুৎ চলে গেছে বা আপনি লগ আউট করতে ভুলে গেছেন। এখন তো অনেক বড় বিপদে পড়ার মত সমস্যা। যদি এমন হয় তবে এবার ঐ কম্পিউটারে ছুটে যাবার দরকার নেই। আপনি আপনার কম্পিউটার থেকেই ঐ কম্পিউটার এর ফেসবুক লগ আউট করতে পারবেন। এজন্য যা করতে হবে- ১। প্রথমে আপানার PC থেকে ফেসবুক এ লগইন করুন। ২। এবার Account Setting এ যান। ৩। তারপর Security অপশনে Active Sessions এ ক্লিক করুন ৪। এখন Current Session এ আপনার চলতি PC এর তথ্য দেখাবে আর Also Active এ শিরোনামে লগইন সক্রিয় আছে এমন কম্পিউটারের সময়, ডিভাইসের নাম, কোন শহর, আইপি কত, কোন ব্রাউজার, কোন অপারেটিং সিস্টেম তা দেখাবে। ৫। এবার ঐ আগের কম্পিউটার লগ আউট করতে End Activity ক্লিক করুন তাহলেই Computer থেকে লগ আউট হয়ে যাবে।
Posts
Showing posts from February, 2017
- Get link
- X
- Other Apps
ফেসবুকের Pending Friend Request দেখা আপনি যাদের কাছে friend request পাঠিয়েছেন কিন্তু তারা গ্রহণও করেনি রিজেক্টও করেনি সেই রিকোয়েস্টগুলো পেন্ডিং আকারে থাকে। ফেসবুকে কাকে কাকে Add request করেছেন তা আগের সেটিংসে দেখা গেলেও বর্তমানের সেটিং তা শো করেনা। তবে চাইলে ফেসবুকের একটি ছোট অ্যাপ্লিকেশনের সাহায্যে Pending friend request গুলো বের করা যায় খুব সহজেই। এজন্য, জাস্ট শুধু এখানে http://apps.facebook.com/friendrequests/ গিয়ে Allow করলেই দেখতে পারবেন আপনার Pending friend request গুলো।
- Get link
- X
- Other Apps
ফেসবুকে ফ্রেন্ডলিস্ট লুকানোর নিয়ম ফেসবুকে ইচ্ছে করলেই অনেক কিছু করা যায়। যেমন- আপনার ফ্রেন্ডলিস্ট লুকাতে এবং তা আবার দেখাতেও পারবেন। সাধারণত ফ্রেন্ডলিস্ট দেখানো থাকে। ইচ্ছে করলে আপনার ফ্রেন্ডলিস্ট সহজেই লুকাতে পারবেন। এর জন্য Accounts>Privacy Settings-এ ক্লিক করুন। এখানে দেখুন Choose your privacy Settings-এর নিচে Connecting on Facebook নামে একটি অপশন রয়েছে। এখানে View Settings এর লিঙ্কে ক্লিক করুন। এখানে বেশ কিছু অপশন রয়েছে। এর মধ্যে See your friend list-এর ডান পাশে থাকা বাটনে ক্লিক করুন। এখানে Custom সিলেক্ট করুন। কাস্টম অংশ থেকে Only Me সিলেক্ট করে দিন। এর ফলে আপনি ছাড়া আপনার ফ্রেন্ড বা অন্য কেউ আপনার ফ্রেন্ডলিস্ট দেখতে পাবে না।
- Get link
- X
- Other Apps
কিভাবে আপনার FACEBOOK প্রোফাইল পিকচারটি আনক্লিকেবল করবেন আমরা কমবেশী সবাই চাই আমাদের ব্যাক্তিগত ছবি ফেসবুকের ফ্রেন্ড ছাড়া সবাই যেন দেখতে না পায়। আপনার ছবিগুলো হয়তো প্রাইভেসি দিয়ে অপরিচিত কাউকে দেখার হাত থেকে রক্ষা করতে পারবেন কিন্তু আপনার প্রোফাইল পিকচারটি এক ক্লিকে সকলেই দেখতে পাবে যারা আপনার friend নয়। তবে এই সমস্যার একটা সমাধান রয়েছে তা নিচে দেওয়া হল: ১। প্রথমেই আপনি আপনার নিজের প্রোফাইলে যান নিজের নামে ক্লিক করে। ২। এখন Photos এ ক্লিক করুন। ৩। তারপর Albums এ ক্লিক করে profile picture album সিলেক্ট করুন। ৪। আপনার প্রোফাইল ফটোটিতে ক্লিক করে edit এ চাপুন। ৫। এখন privacy settings থেকে only me সিলেক্ট করুন। ৬। এখন done editing এ ক্লিক করলেই আপনার প্রোফাইল পিকটি আনক্লিকেবল হয়ে যাবে অর্থাৎ যে আপনার ফ্রেন্ড নয় সে এই ছবি ক্লিক করে দেখতে পাবেনা।
- Get link
- X
- Other Apps
Internet Download Manager (IDM) আজীবনের জন্য ফ্রীতে নিয়েনিন, এবার যেকোনো ফাইল ডাউনলোড করুন রকেট গতিতে। অনকেই আছেন যারা ডাউনলোড করতে ভালবাসেন, কিন্তু মাঝে মাঝে বড় কোন ফাইল ডাউনলোড করতে গিয়ে মাথা গরম হয়ে যায়, কারন স্পিড কম, বার বার কানেকশন ফেইলডেড, একসাথে অনেকগুলো ফাইল ডাউনলোড দিলে পিসি হ্যাং হয়ে য়াওয়া বিভিন্ন ধরনের সমস্যা। আর এই সমস্যা গুলোর সমাধান একটাই Internet Download Manager (IDM) ব্যবহার করা।Internet Download Manager প্রথম বার ইন্সটল করলে ৩০ দিনের জন্য ট্রায়েল ভার্সন ব্যবহার করতে পারবেন। ৩০ দিন শেষ হয়ে গেলে আপনাকে Internet Download Manager টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে। আর আপনারা জানেনই তো আমরা কোনকিছু টাকা দিয়ে কিনে ব্যবহার করি না। কোম্পানিকে বাশ ধরিয়ে দিয়ে ফ্রীতে ইউজ করি। ডাউনলােড করতে এখানে ক্লিক করুন :- https://mega.nz/#!CI5S2J5I!UCYx2J3uWUWKp28FQcocCQCduTBZhK-DM36eU45BMds
- Get link
- X
- Other Apps
যারা Google Adsense এর Payee নাম এবং এড্রেস চেনঞ্জ করতে চান তারা এদিকে আসুন আসসালামুআলাইকুম,কেমন আছেন সবাই, আসাকরি সবাই ভাল আছেন। যারা Google Adsense Account এর Payment নাম এবং Address চেনঞ্জ করতে চান তারা চাইলে এখনি চেনঞ্জ করে নিতে পারেন। কাজটা খুব ইজি।তো কথা না বারাই,কাজ শুরু করি ইসটেপ ১- প্রথমে আপনাকে আপনার Google Adsense একাউন্টে লগিন করতে হবে। ইসটেপ ২-লগিন করার পর ডানপাশের উপরে দেখবেন আপনার ইমেইল এড্রেস শো করছে, তো এড্রেস এর পাশে একটি গোলাকার আইকোন শো করবে সেটায় ক্লিক করবেন। ইসটেপ ৩- তারপর সেখানে একটা Payment অপশোন পাবেন,তো Payment অপশোনে প্রবেশ করুন। ইসটেপ ৪-তারপর দেখবেন Payee Profile নামে একটি অপশোন আছে তো সেটায় প্রবেশ করুন। ইসটেপ ৫- তারপর দেখবেন আগে যে নাম এড্রেস দিয়েছিলেন সেটা শো করছে,তো তার উপরে Edit নামে একটা অপশোন আছে সেটায় প্রবেশ করে নাম এড্রেস চেনঞ্জ করুন। টিউনটি পরার জণ্য ধন্যবাদ!
- Get link
- X
- Other Apps
গুগল ম্যাপে যুক্ত করুন অাপনার এলাকার স্কুল/মসজিদ/দোকান ইত্যাদি প্রতিষ্ঠান অামার অাজকের টিউনটি হল গুগোল ম্যাপ নিয়ে…… অামরা সবাই কমবেশি ম্যাপ ব্যবহার করি, এবং খুব সহজেই বের করে ফেলি… কোথায় কোন রাস্তা, কোথায় কোন ব্যাংক, কোথায় কোন স্কুল ইত্যাদি ইত্যাদি……… এগুলো দেখতে ঘাটতে বেশ ভালই লাগে… কিন্তু যখন দেখি অামাদের এলাকাতে অামাদের মসজিদ/স্কুল/দোকান/বাজার ইত্যাদি ইত্যাদি অাছে, কিন্তু গুগল ম্যাপে নেয়… তখন মন খারাপ লাগে, ★ইশ! অামাদের মসজিদটা যদি ম্যাপে দিতে পারতাম… ★নাহ! অামি কোথাই অার ম্যাপ কোথায়… ★এটা সম্ভব না……… *না ভাই, এটা সম্ভব! অাপনি পারবেন…… ★পারব? কিন্তু কিভাবে? *হ্যা ভাই! এইবার লাইনে অাসছেন……… তো চলুন শুরু করা যাক… প্রথমে অাপনি গুগল ম্যাপে ঢুকুন, এবার ম্যাপের অপশনে যান… (বামপাশের কর্ণারে উপরের দিক থেকে) এবার নিচের দিকে অাসুন…… Add a missing place এ যান… নীচের স্কৃনশট দেখুন এবার Name* place name: এর জায়গায় অাপনি যে লোকেশন দেবেন, তার সঠিক নাম দিন। Address* street address এর জায়গায় অাপনি যেই স্থানটি যুক্ত করতে চাচ্ছেন সে...
- Get link
- X
- Other Apps
জেনে নিন কিভাবে অনলাইনে আপনার পাসওয়ার্ড হ্যাক হয় এবং কিভাবে আপনার পাসওয়ার্ডকে হ্যাক হওয়া থেকে বাচাবেন আমাদের সকলেরই এমন একজন বন্ধু আছে যার ফেসবুক বা জিমেইল আইডি হ্যাক হয়েছে। অনেক সময় এটি আমাদের সাথেও ঘটেছে। কিন্তু আসলে আইডি হ্যাক কেন হয়? এর মূল কারণ কি? এর মুল কারন হোল অসচেতনতা। একটু সচেতন হলেই আমরা আইডি হ্যাক হওয়া থেকে রোধ করতে পারি। আইডি হ্যাক সবচেয়ে বেশি হয় ফিশিং এর মাদ্ধমে। এটা ঠিক মাছ ধরার মতোই। আপনাকে লোভ দেখিয়ে হ্যাকার আপনার আইডি হ্যাক করে ফেলবে। যতক্ষণে আপনি জানবেন ততক্ষনে আপনার সাধের আইডি শেষ। ফিশিং এ হ্যাকার একটি নকল ওয়েবসাইট বানাবে যেইটি দেখতে অবিকল আসল ফেসবুক কিনবা জি-মেইল এর মতোই। আপনি যদি আগে থেকে না জানেন কিছুতিই বুঝবেন না। তবে আপনি যদি একটু লিঙ্ক এ খেয়াল করেন তাহলেই দেখতে পারবেন যে লিঙ্ক তা কিছুটা এরকম xhdodh.xyz.com। তাই কেউ যদি আপনাকে কোন লিঙ্ক দেয় এবং বলে দেখার জন্য তাহলে সাবধান। যদি লিঙ্ক এ ঢুকার পর আপনার আইডি আর পাসওয়ার্ড চায় তবে ভুলেও দিবেন না। কারন এতে আপনার আইডিটি হ্যাক হয়ে জেতে পারে।
- Get link
- X
- Other Apps
এডসেন্স এর বিকল্প-চিতিকা.কম চিতিকা.কম (chitika.com) হতে পারে আপনার আয়ের প্রথম ধাপ।প্রথমে এখানে ক্লিক করে ফ্রি সাইন আপ করূন. link নির্দিষ্ট ফরম যথাযত ভাবে পূরন করে ইমেইল আইডিতে সেন্ট করা কোড বসিয়ে খুব সহজেই সাইন আপ করে নিন।তারপর লগ ইন করে ad setup ক্লিক করে প্রাপ্ত নতুন কোড আপনার সাইটে সাবমিট করূন। গুগল এডসেন্স রেখে চিতিকা.কম কেন? ১.গুগলে যারা আইডি অপেন করতে পারেন নি,তারা এখানে সহজেই পারেন।কারণ,গুগল এডসেন্সের মত এখানে এত নিয়ম নীতি নেই। ২.সাথে সাথে এড পাওয়া যায়। ৩.ক্লিকের মূল্য বেশীই দেখা যায়। ৪.বেশী এড পাওয়া যায়। ৫.পাশাপাশি অন্যান্য এডসেন্স ব্যবহার করা যাবে। এছাড়া এখানে রেফারাল হিসেবে আয়ের বিশাল সুযোগ তো থাকছেই। ইত্যাদি সহ বেশ কিছু সুবিধা থাকায় নতুনদের জন্য এটাই হতে পারে অনলাইনে আয় করার প্রথম ধাপ।
- Get link
- X
- Other Apps
যে সাতটি কারণে গুগুল এডসেন্সকে পছন্দ করি না। অনলাইন বিজ্ঞাপণে গুগল এডসেন্সকে অনলাইন বিজ্ঞাপণের রাজা বললেই ভুল হবে না । কিন্তু ৭টি কারণে আমি গুগল এডসেন্সকে পছন্দ করি না। ১. কম ক্লিক রেট সিপিসি(Low cost per Click) গুগুলের ক্কিক রেট খুবই কম, যদি আপনি আমেরিকা (USA) কিংবা ওয়েষ্টার্ন ইউরোপ এর নাকগরিক না হন। তাহলে বড় ধরণের আয় করা খুবই কঠিন। অসম্ভব প্রায়। এক্ষেত্রে ইন্ডিয়ান ব্লগার ব্যতিক্রম। উন্নত দেশগুলোর ক্লিক (CPC) রেট ১ ডলার থেকে ২ ডলার কখনো আরো বেশী। কিন্তু আমাদের মতো দেশে CPC রেট ০.০১ থেকে ০.০৫ ডলার পর্যন্ত। ২. এডসেন্স ভিজিটরদের ওয়েব সাইট থেকে দূরে সরিয়ে দেয়: কিভাবে? যখন একজন পাঠক (reader), আপনার ওয়েব সাইটের এডসেন্স এডএ ক্লিক করে। ঠিক তখনই ভিজিটর আপনার ওয়েব সাইটি ছেড়ে অন্য ওয়েব সাইটে চলে যায় । কারণ এডসেন্স এড সিপিসি বেজড হওয়ার কারণে, ভিজিটর আপনার সাইট ত্যাগ করে। নোট: এডসেন্স এড কখনো নতুন ট্যাবে চালূ হয়না। ৩. এডসেন্স একাউন্ট অনুমোদন পদ্ধতি: বর্তমানে এডসেন্স একাউন্ট অনুমোদন করানো খুবই কঠিন। গুগুল বিভিন্ন ভাবে তাদের অনুমোদন পদ্ধতি ...
- Get link
- X
- Other Apps
আপনার সম্পর্কে কতটুকু জানে গুগল ? গুগল নাকি সব জানে। অন্তত আমাদের কাছে তা-ই মনে হয়। কারণ যেকোনো তথ্যের প্রয়োজন পড়লে আমরা সবার আগে গুগল করে নিই। কিন্তু আপনার বা আমার সম্পর্কে কী জানে গুগল? কিভাবে জানবেন যে গুগল কিভাবে আপনার ব্যাপারে কী কী তথ্য সংগ্রহ করছে? চলুন তাহলে, আপনাদের সামনে তুলে ধরা যাক এমনই কিছু তথ্য যা থেকে আপনারা সহজেই জেনে নিতে পারবেন এই প্রশ্নের উত্তর। ১. আপনি কী কী তথ্য সার্চ করেছিলেন গুগলে: আপনি যখন গুগলে কোন কিছু সার্চ করেন কিংবা কোন বিজ্ঞাপনে ক্লিক করেন, তখন গুগল সেটি হিস্টোরিতে সংরক্ষণ করে রাখে। আপনি কখন কী সার্চ করেছিলেন, তার সবই পাবেন এই লিংকে। ২. আপনি কোথায় ছিলেন: আপনি যদি অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন এবং সেখানে থাকা লোকেশন সুবিধা চালু করে রাখেন, তাহলে গুগল লোকেশন হিস্টোরি থেকে খুব সহজেই জেনে নিতে পারবে বিভিন্ন সময়ে আপনার অবস্থান। ৩. আপনি ইউটিউবে কী দেখেন: গুগলের জনপ্রিয় ভিডিও শেয়ারিং সেবা ইউটিউবের মালিকও গুগল। ফলে আপনি ইউটিউবে কী দেখছেন কিংবা কোন ভিডিও সার্চ দিচ্ছেন, সেটি খুব সহজেই জেনে নিতে পারছে গুগল। ৪. আপনি কোন ওয়েবসাইট ভিজিট করছেন: গুগল আয় করে থা...
- Get link
- X
- Other Apps
ইন্টারনেটে অর্থ উপার্জনের সেরা ৫টি পদ্ধতি Add caption ইন্টারনেটে অর্থ উপার্জনের অনেক পদ্ধতি রয়েছে। অনেকেই দ্বিধায় পড়েন, কোনটি করবেন এবং কোনটি করবেন না এই নিয়ে। তাছাড়া বাংলাদেশের জন্য স্থানীয় কিছু সমস্যা তো রয়েছেই। ইন্টারনেট ব্যবহার করে অর্থ উপার্জনের সুবিধা-অসুবিধা অনুযায়ী ৫টি পদ্ধতি নিয়ে নিচে আলোচনা করছি। ১. গুগল এডসেন্স(www.google.com/adsense) গুগল এডসেন্স ইন্টারনেটে অর্থ উপার্জনের সবচেয়ে সেরা উপায় । মাসে কয়েক হাজার ডলার আয় করা যায় প্রোগ্রামিং বা এইধরনের কোন ক্ষেত্রে বিশেষ দক্ষতা না থেকেও। এমনকি গুগলের ব্লগার ব্যবহার করে কোনরকম খরচ ছাড়াই।আপনার প্রয়োজন শুধু সময় ব্যয় করা এবং চারিদিকে দৃষ্টি রেখে নিজের ওয়েবসাইটে ভিজিটর আনার ব্যবস্থা করা। সবচেয়ে ভাল ফল পাওয়ার জন্য আপনার প্রয়োজন এমন একটি ওয়েবসাইট যেখানে প্রচুর ভিজিটর ভিজিট করবেন। এধরনের ওয়েবসাইট তৈরী এবং ভিজিটর পেতে কয়েক মাস এমনকি কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে। প্রতিদিন কমপক্ষে ১ হাজার ভিজিটর না পেলে খুব বেশি আয়ের সম্ভাবনা কম। গুগল এডসেন্স এর মত চিতিকা (www.chitika.com) নামে আরেকটি ব্যবস্থা রয়েছে । ব্যবহারে...
- Get link
- X
- Other Apps
এন্ড্রয়েড ফোনের বর্তমান প্রেক্ষাপট (Present Perspective of Android Phone) হাতের মুঠোয় ইন্টারনেট এসেছে সে তো অনেকদিনের কথা। কিন্তু সম্প্রতি স্মার্টফোন যেভাবে ইন্টারনেটের নতুন গতি ও ব্যবহার এনে দিয়েছে, তা সত্যিই অভাবনীয়। আর এই স্মার্টফোন জগতেই দুই প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে এন্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS)। স্মার্টফোন জগতে বর্তমানে রাজত্ব করছে এন্ড্রয়েড। মূলত বিভিন্ন দামের ও আকার-আকৃতির এবং ব্র্যান্ডের কাছ থেকে এন্ড্রয়েড-চালিত স্মার্টফোন সহজলভ্য হওয়ায় বাজারে এর গ্রাহকসংখ্যা বেড়ে গেছে বহুদূর। আজ প্রায় সব ধরনের বাজেটেই রয়েছে কোনো না কোনো এন্ড্রয়েড ফোন। ইন্টারনেট মহারাজ গুগলের তৈরি এই এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম শুরুতে মোবাইল ফোনের জন্য তৈরি করা হলেও বর্তমানে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলছে নেটবুক, ট্যাবলেট ও গুগল টিভিতে (এ টিভিতে গুগলের সব ধরনের সেবা প্রদানের ব্যবস্থা আছে এবং এর পাশাপাশি ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবের ভিডিও সরাসরি দেখা যায় এ টিভিতে)। আগামীতে এই এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম রোবট চালনার কাজেও ব্যবহৃত হবে, এমন আভাস গুগল কর্তৃপক্ষ ইতিমধ্যেই দিয়ে দিয়েছে...
- Get link
- X
- Other Apps
এন্ড্রয়েড লাইসেন্স (Android License) এন্ড্রয়েড পাওয়া যেত ওপেন সোর্স লাইসেন্সের আওতায় ২১শে অক্টোবর ২০০৮ সাল পযর্ন্ত। এরপর গুগল তাদের পুরো সোর্স কোড ছাড়ে এপ্যাচি লাইসেন্সের আওতায় । গুগল তাদের প্রকাশিত কোডগুলোকে উন্মুক্ত করে সবার দেখার এবং মন্তব্য করার সুযোগ দেয়। যদিও সফওয়্যারটি উন্মুক্ত, তবুও মোবাইল প্রস্ততকারকরা এন্ড্রয়েড ব্যবহার করতে পারবে না কারণ গুগলের ট্রেডমার্ক করা অপারেটিং সিস্টেমের কপি গুগল সার্টিফিকেট প্রদান করার আগ পযর্ন্ত কেউ ব্যবহার করতে পারবে না।
- Get link
- X
- Other Apps
এন্ড্রয়েডের উন্নয়ন ও গুগল নিয়ে গুজব (Development of Android and Rumors about Google) গুগলে, রুবিন দ্বারা পরিচালিত দল মোবাইলের প্লাটফর্ম হিসেবে লিনাক্স কারনেল উন্নয়ন করে। গুগল এই প্লাটফর্মকে বাজারে ছাড়ে হ্যান্ডসেট এবং মোবাইল সংযোগদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে। শর্ত হিসেবে বলে যে তারা এর আপডেট বা উন্নয়ন অব্যাহত রাখবে। গুগল কিছু হার্ডওয়্যার উপাদান এবং সফটওয়্যার অংশীদারের কথা উল্লেখ্য করে যা অনেক ক্ষেত্রে মুক্ত। গুগলের কার্যক্রম দেখে অনেকেই মনে মনে ভাবতে শুরু করে গুগল মোবাইল বাজারে প্রবেশ করবে (২০০৬ সালের ডিসেম্বর থেকে)। বিবিসি এবং ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করে গুগল তাদের সার্চ ইন্জিন এবং এপ্লিকেশন মোবাইল ফোনে চালাতে চায় এবং তারা তা করার জন্য কাজ করছে। অনলাইন এবং কাগজে গুজব ছড়াতে থাকে যে গুগল তাদের নিজস্ব ব্র্যান্ডের হ্যান্ডসেট তৈরী করছে। কেউ কেউ মতামত দেয় যে যেহেতু গুগল কারিগরী দিকগুলোর কথা বলছে সেহেতু এটা মোবাইল ফোনের নমুনা উৎপাদক এবং নেটওর্য়াক অপারেটরদের দেখাচ্ছে। ২০০৭ সালের সেপ্টেম্বরে, ইনফরমেশন উইক প্রকাশ করে যে গুগল কিছু মোবাইল এপ্লিকেশনকে প্যাটেন্ট করে নিয়েছে। MI...
- Get link
- X
- Other Apps
এন্ড্রয়েড ও গুগল (Android and Google) ২০০৫ সালের আগষ্ট মাসে গুগল এন্ড্রয়েড কিনে নেয় এবং এটাকে এর অধীনস্থদের (এন্ডি রুবিন, রিচ মাইনার এবং ক্রিস হোয়াইট) গুগল ইনকর্পোরেটের সহ-প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেয়। কেনার সময় এন্ড্রয়েড সম্পর্কে কিছু জানা যায়নি বিস্তারিত, কিন্তু অনেকেই ধারনা করেছিল যে গুগল মোবাইল বাজারে আসতে যাচ্ছে।
- Get link
- X
- Other Apps
এন্ড্রয়েডের ইতিহাস (History of Android) এন্ড্রয়েডের প্রতিষ্ঠা (Establishment of Android) এন্ড্রয়েড ইনকর্পোরেট প্রতিষ্ঠা হয়েছিল পালো আল্টো, ক্যালিফোর্নিয়ায় ২০০৩ সালের অক্টোবরে। এটার প্রতিষ্ঠাতা এন্ডি রুবিন (ডেন্জারের সহ-প্রতিষ্ঠাতা), রিচ মাইনার (ওয়াইল্ডফায়ার কমউনিকেশনস, ইনকর্পোরেটেডের সহ প্রতিষ্ঠাতা), নিক সিয়ারস (টি-মোবাইলের সাবেক ভাইস প্রেসিডেন্ট) এবং ক্রিস হোয়াইট (ওয়েবটিভি’র ডিজাইন এবং ইন্টারফেস প্রধান)। যেহেতু তারা বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োজিত ছিলেন তাই এন্ড্রয়েড প্রতিষ্ঠানটি তার কার্যক্রম চালাত অনেকটা লুকিয়ে। প্রতিষ্ঠান থেকে এটা বলা হত যে তারা শুধু মোবাইলের একটি সফটওয়্যারের কাজ করছে। MIR SURAJ UDDIN
- Get link
- X
- Other Apps
অ্যান্ড্রয়েডের অতিরিক্ত নেট ব্যবহার বন্ধ করে দিন অ্যান্ড্রয়েড ফোনের একটি দিক নিয়ে আমরা সবাই সমস্যায় ভুগে থাকি, সেটি হলো অতিরিক্ত ইন্টারনেট ডেটা ব্যবহার। আপনি অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো বন্ধ করে রাখলেও দেখবেন ১০-২০ দিনেই আপনার ৫০০-১০০০ মেগাবাইট ডাটা খরচ হয়ে গেছে! ডাটা ব্যবহারই নয়, ডাটা খরচ হতে থাকার কারণে অনেকেই আমরা ব্যাটারি ব্যাকআপ অনেক কম পাই, যার কারণে আমাদের সারাদিন ফোন চার্জে দিয়ে রাখতে হয়। লিমিটেড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এটি আসলেই একটি মহাসমস্যার ব্যাপার। কিন্তু আপনি যদি অ্যান্ড্রয়েডের এই ইন্টারনেট ব্যবহারের লাগাম টেনে ধরতে চান, তাহলে আপনি ব্যবহার করতে পারেন ড্রয়েডওয়াল নামের দারুণ এই অ্যাপ্লিকেশন। ড্রয়েডওয়াল হচ্ছে আন্ড্রয়েডের জন্য একটি ফায়ারওয়াল সফটওয়্যার। আরও অন্যান্য ফায়ারওয়াল থাকলেও এটি সবচেয়ে ছোট বলে ব্যবহার সহজ। একবার সেট করে পরে আর না চালালেও চলবে এবং এটি অযথা র্যাম দখল করবে না। আবার চাইলে এক ক্লিকে ফায়ারওয়াল বন্ধ করেও দেয়া যাবে। ড্রয়েডওয়াল ব্যবহারের পর আমি ১৫ মেগাবাইট ডাটা খরচ করে প্রায় ১ দিন ব্রাউজ এবং চ্যাট করেছি। ...
- Get link
- X
- Other Apps
ফেসবুক পাসওয়ার্ড নির্বাচনে যে ৪টি ভুল কখনো করবেন না সাইবার দুর্নীতিবাজদের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার প্রবণতা ক্রমশ বাড়ছে। সামান্যতম সুযোগ পেলেই তারা আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হাতিয়ে নিয়ে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এ ব্যাপারে সতর্ক হতে হবে ফেসবুক গ্রাহকদেরই। এবং এই সতর্কতার ক্ষেত্রে সবচেয়ে বড় পদক্ষেপ হল, এমন পাসওয়ার্ড নির্বাচন করা, যার নাগাল হ্যাকাররা চট করে পাবে না। এবং সে ক্ষেত্রে শুধু স্পেশাল ক্যারেকটার ও ডিজিটের ব্যবহার, কিংবা বড় পাসওয়ার্ড নির্বাচন করলেই বিপদ এড়ানো যাবে, তা নয়। বিশেষজ্ঞদের বক্তব্য, পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে কয়েকটি সাধারণ ভুল কমবেশি সকলেই করে থাকেন। কী রকম? আসুন, জেনে নেওয়া যাক— ১. পর পর সংখ্যা ব্যবহার করা: ১,২,৩,৪,৫ কিংবা ০,৯,৮,৭,৬ এই ধরনের কোনও সংখ্যাক্রম কোনও পাসওয়ার্ডের কোনও অংশে রাখবেন না। ২. নিজের নাম বা পদবীর ব্যবহার: আর যা-ই করুন না কেন, নিজের নাম বা পদবী কোনও রকম ভাবেই পাসওয়ার্ডে ব্যবহার করবেন না। নতুবা অবধারিত ভাবে হ্যাকারদের শিকার হতে হবে। ৩. ব্যক্তিগত নম্বর ব্যবহার: আপনার সঙ্গে ওতপ্রোত ভাবে জড...
- Get link
- X
- Other Apps
জেনে নিন কিভাবে YouTube এ Video Upload করে টাকা আয় করবেন আপনার যদি ইচ্ছা থাকেতাহলে ঘরে বসেই খুব সহজে কিছু টাকা উপার্জন করতে পারবেন। সম্প্রতি সময়ে অনলাইন থেকে টাকা উপার্জন করার মাধ্যম গুলির মধ্যে সবচেয়ে সহজ উপায় হলো YouTube এ ভিডিও আপলোড করে টাকা আয়। আপনিও খুব সহজেই YouTube থেকে টাকা উপার্জন করতে পারেন। আজ আমরা আপনাকে দেখাবো কিভাবে YouTube থেকে খুব সহজে টাকা উপার্জন করবেন। ভিডিও তৈরীর জন্য আপনি দুটি উপায় অবলম্বন করতে পারেন। প্রথমটি হলো ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করে YouTube এ আপলোড এবং ২য়টি হলো কম্পিউটারের সাহায্য নিয়ে বিভিন্ন ভিডিও Editing এর মাধ্যমে ভিডিও তৈরি করে করে YouTube এ আপলোড। তবে ভিডিও তৈরির আগে একটি বিষয় মনে রাখতে হবে যে, আপনার ভিডিওটি অবশ্যই মজাদার বা শিক্ষনীয় ও ভালো মানের হতে হবে। কারও কোন ভিডিও নকল করে কিংবা সামান্য পরিবর্তন করে কাজটি করা যাবে না। তাহলে আপনি YouTube এর কাছে কপিরাইটের দায়ে পেসে যেতে পারেন। কিভাবে আয় করবেনঃ YouTube Channel তৈরীঃ প্রথমেই আপনাকে Gmail ID এর মাধ্যমে একটি YouTube Channel তৈরী করে নিতে হবে। YouTube.Com এ গিয়ে Gmail ID এর মাধ্যমে...
- Get link
- X
- Other Apps
এই কৌশলে জেনে নিন ফেসবুকে কে আপনাকে আনফ্রেন্ড করল ফেসবুক বন্ধুত্ব তৈরির অত্যন্ত জনপ্রিয় মাধ্যম। কিন্তু কখনও কখনও ফেসবুক-বন্ধুত্বও তৈরি করে তিক্ততা। সে ক্ষেত্রে অপছন্দের বন্ধুকে আনফ্রেন্ড করাটাই বুদ্ধিমানের কাজ। সে রকম ভাবে আপনিও ফেসবুকে কারো অপছন্দের তালিকায় পড়ে যেতে পারেন। সে ক্ষেত্রে আপনাকেও আপনার কোনও ফেসবুক-বন্ধু আনফ্রেন্ড করে দিতে পারেন। ফেসবুক কিন্তু এ সমস্ত ক্ষেত্রে আপনাকে কোনও নোটিফিকেশন পাঠায় না। তা হলে অজস্র বন্ধুর মধ্যে কে আপনাকে হঠাৎ আনফ্রেন্ড করল, তা জানার উপায় কী? উপায় অতি সহজ। জেনে নিন- ১. গুগল ক্রোম খুলুন। ২. ডান দিকের উপরের কোণের তিনটি ডট-এ ক্লিক করে ‘সেটিংস’ অপশন-এ যান। ৩. ‘এক্সটেনশনস’-এ ক্লিক করুন। ৪. পেজ-এর এক দম নীচে ‘গেট মোর এক্সটেনশনস’-এ ক্লিক করুন। ৫. সার্চ বক্স-এ লিখুন ‘আনফ্রেন্ড ফাইন্ডার’(‘unfriend finder’)। ৬. সার্চ রেজাল্ট-এ ঠিক অপশনটির পাশে ‘অ্যাড টু ক্রোম’ অপশনটিকে সিলেক্ট করুন। এক্সটেনশনটি অ্যাড হয়ে যাবে আপনার ব্রাউজারে। ৭. এ বার ক্রোম ব্যবহার স্বাভাবিক ভাবে ফেসবুক-এ লগ ইন করুন। ৮. একেবারে ডান দিকের উপরের কোণে আনফ্রেন্ড ফাইন্ডারের আইকনটিতে ক্...
- Get link
- X
- Other Apps
কোন ভিডিও গুলো ইউটিউব এ দিলে তারা আপনাকে লাথি মেরে বের করে দিবে বেশিরভাগ মানুষ না জেনেই ইউটিউব এ চলে আসে। তারা মনে করে কোন একটি ভিডিও আপলোড দিলেই হলো। কিন্তু তারা Youtube Community Guidelines পড়ে দেখে না। আপনি যেমন সমাজে বাস করেন এবং সমাজের কিছু নিয়ম মেনে চলেন ইউটিউব ও এমন একটি প্লাটফরম যেখানে বিশ্বের সকল ধরণের মানুষ রয়েছে। শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই রয়েছে। তাই ইউটিউব তার পরিবেশ সুন্দর রাখতে ভিডিও আপলোড করার জন্য কিছু গাইড লাইন দিয়েছে। সে গুলো মেনেই আপনার ইউটিউব এ গান আপলোড করা লাগবে। অন্যথায় ইউটীউব আপনাকে সাসপেন্ড করবে। আজ আমরা সেই বিষয় গুলো নিয়েই জানব। Youtube Community Guidelines এ তারা কিছু বিষয় উল্লেখ করেছে। তা হচ্ছে এগুলো – Nudity or sexual content Harmful or dangerous content Violent or graphic content Copyright Hateful content Threats Spam, misleading metadata, and scams আমরা আজকে প্রত্যকটি বিষয় বাংলায় ব্যাখ্যা করব। পড়তে থাকুন নিচে। Nudity or sexual content আমার মতে এই জিনিস আপনারা সবাই জানেন। Nudity অথবা Sexual বলতে শজ বাংলা ভাষায় আমরা যৌনতাকে বুঝি। আপনি ভা...